Wellcome to National Portal
Main Comtent Skiped

Vision and Mission

এলাকা ভিত্তিক পল্লী বিদ্যুতায়ন কার্যক্রমকে এগিয়ে নিয়ে যাবার লক্ষ্যে ১লা জানুয়ারী ১৯৭৮ সালে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের কার্যক্রম শুরুর পর হতে এ পর্যন্ত সমগ্র দেশে ৮০ টি পল্লী বিদ্যুৎ সমিতির মাধ্যমে দেশের বিভিন্ন এলাকা পল্লী বিদ্যুতায়ন কার্যক্রমের আওতায় এসেছে। এরই অংশ হিসাবে ২০১৪ সালের ২৮ই জানুয়ারি থেকে কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতি-৩,  কুমিল্লা , বি বাড়িয়া এবং মুন্সিগঞ্জ জেলার ০৬ টি উপজেলা দাউদকান্দি, তিতাস, হোমনা, মেঘনা, গজারিয়া , বাঞ্ছারামপুর  নিয়ে কার্যক্রম শুরু করে। অত্র প্রতিষ্ঠান কর্তৃক ০৪ টি জোনাল অফিস, ০২ টি সাব জোনাল অফিস , ০৯ টি অভিযোগ কেন্দ্র এবং ৪৯৮২ কিঃমিঃ লাইনের মাধ্যমে জানুয়ারী”/২০২২ খ্রিঃ ইং পর্যন্ত সর্বমোট ৪,৩৭,৫৭০জন গ্রাহককে বিদ্যুৎ সংযোগ প্রদান করা হয়েছে , যা প্রতিনিয়ত বৃদ্ধি পাচ্ছে।  

“শেখ হাসিনার উদ্যোগ-ঘরে ঘরে বিদ্যুৎ”, এই মূলমন্ত্রকে সামনে রেখে মুজিব বর্ষেই শতভাগ বিদ্যুতায়নের কাজ সম্পন্ন করতে যাচ্ছে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড। এরই ধারাবাহিকতায় কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতি-৩ কর্তৃক আওতাধীন ০৬ (ছয়) টি উপজেলার প্রত্যন্ত অঞ্চলসহ শতভাগ বিদ্যুতায়ন কাজ সমাপ্তি হয়েছে; তবে নতুনভাবে গড়ে উঠা ঘর-বাড়ী ও স্থাপনাসমূহে লাইন নির্মাণের মাধ্যমে বিদ্যুতায়নের কাজ চলছে।  

সমিতি এলাকায় এ আমূল পরিবর্তন সম্ভব হয়েছে দেশে সমন্বিত পল্লী বিদ্যুতায়ন কার্যক্রম বাস্তবায়নে সরকারের আন্তরিক সহায়তা এবং সমন্বয়কারী সংস্থা হিসাবে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের সঠিক নেতৃত্ব দান। এক্ষেত্রে দাতা দেশ ও উন্নয়ন সহযোগী সংস্থার ঋণ অনুদান অনুঘটক হিসাবে কাজ করেছে। ভবিষ্যতে একই ধরণের সহায়তা সমিতি এলাকায় পল্লী বিদ্যুতায়ন কার্যক্রম সম্প্রসারণে সহায়ক ভূমিকা রাখবে বলে আশা করা যায়।

এ সুযোগে আমি সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানাই কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতি-৩ এর কার্যক্রমে তাদের সক্রিয় অংশ গ্রহণ এবং সহায়তার জন্য এবং আশা করি মহান আল্লাহর অনুগ্রহে এ কার্যক্রম আরো এগিয়ে যাবে এবং গ্রামের প্রতিটি জনপদে বিদ্যুতের আলো পৌঁছে দিয়ে অন্ধকারকে দূর করে আলোকিত সমাজ গড়বে।