Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

সাম্প্রতিক কর্মকান্ড

নির্ভরযোগ্য ও নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ এবং সিস্টেম লস হৃাস করার জন্য সম্পাদিত বিশেষ কাজ সমূহ:

(১) নিজস্ব অর্থায়নে তিতাস সুইচিং স্টেশন নির্মাণ (ব্যয় ৬ কোটি

     টাকা)।

(২) মেঘনা-গোমতী রিভার ক্রসিং-এ নিজস্ব অর্থায়নে তিনটি 

     সাসপেনশন   টাওয়ার ও ২ টি অ্যাংকর টাওয়ার নির্মাণ (ব্যয় ৭

     কোটি টাকা)।

(৩) প্রকল্প বিভাগের মাধ্যমে ৬টি ৩৩ কেভি ফিডার নির্মাণ।

(৪) চরচাষী এলাকায় বিদ্যুতায়নের জন্য ৫০০ মিঃ প্রস্তত বিশিষ্ট,

    গোমতী  নদী ক্রসিংএ সাব-মেরিন ক্যাবল স্থাপন।

(৫) টাওয়ার ভেঙ্গে পড়ায় চরবলাকী এলাকায় বিদ্যুৎ সরবরাহের জন্য মেঘনা নদীর ২
পাশে ৪ কিঃমিঃ ১১ কেভি লাইন নির্মাণ ও সাব-মেরিন ক্যাবল স্থাপন।
(৬) গোমতী নদীতে রিভার ক্রসিং টাওয়ারে তার ছিঁড়ে পড়ায় তার জোড়া দিয়ে লাইন
চালু করা (৪ বার)।
(৭) হোমনা ফিডারের ১০ কিঃমিঃ ৩৩ কেভি লাইনের তার #৪৭৭ এমসিএম তার দ্বারা
পরিবত©ন ।
(৮) ১৩৮০ টি ওভার লোডেড বিতরণ ট্রান্সফরমার পরিবর্তন ।
(৯) এলটি লাইন-কে এইচটি লাইনে রূপান্তর ১০৮কিঃমিঃ।
(১০) নিম্ন সাইজের তার-কে উচ্চতর সাইজের তার দিয়ে পরিবর্তন ১৫৬ কিঃমিঃ ।
(১১) একফেজ এইচটি লাইন-কে তিন ফেজ এইচটি লাইনে রূপান্তর ৭৮ কিঃমিঃ।